ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভবনে আগুন
রাজধানীর গ্রিন রোডে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, আগুনের সূত্রপাত ১টা ১০ মিনিটে। ছয় তলাবিশিষ্ট ভবনটির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। ১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এরশাদ হোসেন আরও বলেন, আগুন পুরোপুরি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
জেইউ/এসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবন্দরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির আধুনিক ডিভাইসসহ আটক ২
- ২ হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, যেকোনো সময় গ্রেফতার
- ৩ এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
- ৪ হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সহযোগিতার নিশ্চয়তা
- ৫ হাদিকে গুলির রক্তাক্ত ঘটনাস্থল ঘেরা ক্রাইমসিন টেপ দিয়ে