বিভিন্ন বন্দরে স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাস সন্দেহে গত মার্চ থেকে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল, সমুদ্র বন্দর ও রেলস্টেশনে যাত্রীদের স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত এ সকল বন্দরে স্ক্রিনিংকৃত যাত্রী সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে।
এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে সর্বোচ্চ সংখ্যক ৬ লাখ ৫৫ হাজার ১৯৯ জনের স্ক্রিনিং হয়। এছাড়া স্থলবন্দরে ৩ লাখ ৯৮ হাজার ৫১ জন, সমুদ্রবন্দরে ৪৬ হাজার ১৫১ জন এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ৪ হাজার ৬২৫ জন, স্থলবন্দরে ৪৬২ জন এবং সমুদ্র বন্দরে ২৯১ জনের স্ক্রিনিং হয়। বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কোনো যাত্রীর স্ক্রিনিং হয়নি।
এমইউ/এফআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫