রোহিঙ্গাদের অন্য জায়গায় সরিয়ে নেবে সরকার
রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের খুতুপালং ও নয়াপাড়ার বর্তমান শিবিরগুলো থেকে অন্য কোনো ভালো জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা বর্তমানে বস্তিগুলোতে অত্যন্ত অমানবিক অবস্থায় রয়েছে বিধায় তাদের একটি বিস্তৃত জায়গায় সরিয়ে নেয়া হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী এই শরণার্থী শিবির এলাকা পর্যটনের উন্নয়নে ব্যবহার করা হবে।
সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। আর বেসরকারী হিসেবে এই সংখ্যা দুই থেকে তিন লাখ।
প্রধানমন্ত্রী বন্যা ও নদী ভাঙ্গনকে জনগণের জন্য দু’টি বড় দুর্যোগ হিসেবে উল্লেখ করে বলেছেন, নদী ভাঙ্গনে প্রতি বছর হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ছে।
তিনি বলেন, সরকার ৬২ হাজার আরবান ভলেন্টিয়ার্স করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ইতোমধ্যেই ২৬ হাজার ৩শ’ ১৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তাদেরকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা লাভের জন্য অষ্টম থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৭টি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর সম্মান ও ডিপ্লোমা কোর্স খোলা হয়েছে। ১১টি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মডেলে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স বাধ্যতামূলক করা হয়েছে।