ঢাকার পার্কের উন্নয়নে কাজ করতে চায় ভারত
ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অনলাইন মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়নসহ রাজধানীর বিভিন্ন বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।
বৈঠকে মেয়র ভারতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে নগর পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানে একে অন্যের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এতে উভয় দেশের শহরগুলো আরও সমৃদ্ধ হবে।’
এ সময় বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা শহরে ডেইলি ইনটিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ইনটেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম, ইনটেলিজেন্ট লাইটিং সিস্টেম, উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএমএ/এফআর/এমএস