ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ফ্ল্যাট বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৯ নভেম্বর ২০২০

রাজধানী কাফরুলের বাইশটেকি এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে সিমা আক্তার (৩৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

কাফরুল থানা উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে কাফরুলের বাইশটেকি ইমাম নগর এলাকায় একটি সাততলা বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর শরীরে ডান পাশের অংশের পেছন সাইডে পোড়া ছিল এবং পিঠে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতক পালিয়েছে।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। স্থানীয় শাহজাহান সিকদারের স্ত্রী তিনি।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

এফআর/পিআর