সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান স্পিকারের
সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফ ইউজে) দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, ‘দেশের ভাবমূর্তিকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গণে সমুন্নত রাখতে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের অগ্রযাত্রায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’
এসময় ঢাকা এবং ঢাকার বাইরের সাংবাদিকদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন দেখারও আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুরল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সেবাহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান সহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এএস/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত