রাষ্ট্রদূত হচ্ছেন সচিব ফজলুল বারী
ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব মো. ফজলুল বারী রাষ্ট্রদূত হচ্ছেন। সচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।/
এর আগে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল বারীকে সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির পর তাকে ওএসডি করা হয়।
এখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো একটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে।
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে