ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লোহাগাড়ায় জাতীয় পার্টির নেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২) গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন নিখোঁজ আনোয়ারের ভাই মো. সেলিম।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে সেলিম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১৪৪০) করেছেন। নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে। তিনি উপজেলা জাতীয় পার্টির নেতা।

সেলিম বলেন, ‘বুধবার সন্ধ্যার পর আমার ভাই দরবেশহাট সওদাগর পাড়ার খামার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে বাজার করে বটতলী ফোরকান টাওয়ারের বাসায় ফেরার কথা ছিল। কিন্তু রাতে তিনি আর বাসায় ফেরেননি। নিখোঁজের পার তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘ভাই গরুর জন্য দরবেশহাটে গিয়েছিলেন। সঙ্গে অনেক টাকা ছিল। রাতেই আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পরে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও আনোয়ারকে না পাওয়ায় তার ছোট ভাই সেলিম থানায় জিডি করেছেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

এমআরএম/জেআইএম