প্রার্থীর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত
বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা গেছে।
আমজাদ হোসেন সরকার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য, তিনবার সৈয়দপুর পৌর মেয়র ও একবার উপজেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ভোট গ্রহণের দুদিন আগে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নির্বাচনী এলাকায়।
উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ, সাধারণ কাউন্সিলর পদে ৮৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
জাহেদুল ইসলাম/এএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মেক্সিকোর ফ্লাইট বাতিল করে ঢাকার পথে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
- ২ ২০২৫ সালে কর্মক্ষেত্রে নিহত ১১৯০ শ্রমিক
- ৩ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ৪ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী