ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কম্পিউটার কাউন্সিল পরিচালক বরকতউল্লাহ’র মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

তার এই মেয়াদ বাড়িয়ে রোববার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম চুক্তিতে পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন তারেক এম বরকতউল্লাহ।

আরএমএম/এআরএ/এমএস