ট্রেনে কাটা পড়ে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু
রাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনেরে নিচে কাটা পড়ে সানাক্কা কুমার বর্মন (৪৫) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি উত্তরা ট্রাফিক পুলিশে কনেস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। তিনি জাগো নিউজকে বলেন, রাত পৌনে ৯টার দিকে ট্রেনের নিচে কাটা পড়েন সানাক্কা।
পড়ে স্থানীয়দের দেয়া খবরে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাফিক কনস্টেবল সানাক্কা কুমার বর্মনের বাড়ি রাঙ্গামাটি জেলায় বলে জানান ওসি আব্দুল মজিদ।
জেইউ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ চ্যালেঞ্জ থাকলেও জবাবদিহির মাধ্যমে মানবাধিকারে অগ্রগতি সম্ভব
- ২ পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ লাখের বেশি প্রবাসী
- ৩ গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন
- ৪ কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আসিফ-মাহফুজ অংশ নিতে পারবেন কি?
- ৫ ‘শুল্ক ফাঁকি’র মোবাইল বিক্রির সুযোগ রেখে চালু হচ্ছে এনইআইআর