পুলিশ সদস্যদের মধ্যে প্রথম টিকা নিলেন সার্জেন্ট দিদারুল
বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. দিদারুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগে কর্মরত আছেন।
গত বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভ্যাকসিন নেয়ার বিষয়ে সার্জেন্ট দিদারুল ইসলাম বলেন, এই ভ্যাকসিন গ্রহণ করার পর তার কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না এবং সম্পূর্ণ সুস্থ্যবোধ করছেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের সেবক হিসেবে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, যেন সবাই ভ্যাকসিন নিয়ে দেশকে করোনামুক্ত করতে সাহায্য করে। জনগণের সেবক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগণকে উদ্বুদ্ধ করতে এই ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব