উত্তরায় দেশের সবচেয়ে বড় ‘ফুটবল টার্ফ গ্রাউন্ড’ উদ্বোধন
উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ‘ফুটবল টার্ফ গ্রাউন্ড’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে আটটায় এই টার্ফ গ্রাউন্ডটি উদ্বোধন করেন তিনি।

উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির তত্ত্বাবধানে নির্মিত এই টার্ফ গ্রাউন্ড দেশের প্রাইভেট সেক্টরের মধ্যে সবচেয়ে বড়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই টার্ফ গ্রাউন্ড যুবসমাজের জন্য তৈরি করা হয়েছে। এখানে তারা খেলতে আসবেন। এলাকার লোকজন তথা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার লোকজন এই মাঠে নীতিমালার আলোকে খেলতে পারবেন। শীত-বর্ষা সব সময় এই টার্ফ খেলা উপযোগী।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের একটি অংশ ঘরে বসে কম্পিউটার, মোবাইলে ক্রিকেট ফুটবল খেলে। এখন ঘরে বসে খেলতে হবে না। উত্তরার সবাইকে মাঠে আসতে হবে। এই টার্ফের পাশে ক্রিকেট মাঠেও খেলাধুলার ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এমআরআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সরকারের অধ্যাদেশগুলোতে রাষ্ট্র সংস্কারের স্পষ্ট প্রতিফলন নেই
- ২ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী
- ৩ অনুগত নয়, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনবান্ধব করতে হবে: সুব্রত চৌধুরী
- ৪ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা মারাত্মক বিভাজনে জড়িয়েছে
- ৫ খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত