চট্টগ্রামে দ্বিতীয় দিনে টিকা নিলেন ২ হাজার ৬৭৮ জন
ফাইল ছবি
সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে আরও ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দুই দিনে চট্টগ্রামে টিকা নিলেন ৩ হাজার ৭৬৮ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
তিনি জানিয়েছেন, সোমবার নতুন করে ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২২৭ জন এবং নারী ২৪১ জন। নগরে এ সংখ্যা ১ হাজার ৪৬৮ জন এবং উপজেলায় ১ হাজার ২১০ জন।
এর আগে টিকা দেয়ার প্রথম দিন রোববার (৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন।
আবু আজাদ/এআরএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫