বিএসএমএমইউতে ষষ্ঠ দিনে টিকা নিলেন ১৪৫৭ জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কর্মসূচির ষষ্ঠ দিনে এক হাজার ৪৫৭ জন টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে বিএসএমএমইউতে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৫ জনে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ৮টি বুথে (পুরাতন শেরাটন হোটেলের উত্তর দিকে) টিকা নেন তারা।
গতকাল বুধবার টিকা নিয়েছেন এক হাজার ৮৩৪ জন। এর আগে গত ২৮ জানুয়ারি প্রথমদিনে টিকা নিয়েছিলেন ১৯৯ জন। সবমিলিয়ে এই সেন্টারে ছয় হাজার ৪৪৫ জন কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।
ষষ্ঠ দিনেও ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টিকা নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার টিকা গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকাদান কর্মসূচির শুভ সূচনা হয়। এখন মোট ৮টি বুথে টিকাদান কার্যক্রম চলছে।
টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে তথ্যকেন্দ্র, ওয়েটিং রুম, ৮টি বুথ, পোস্ট কোভিড অপেক্ষাগার, ৮ শয্যার সিকবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে ২টি চিকিৎসক টিম, ৪টি এইচডিইউ, কেবিন ব্লকে ৪টি শয্যা ও ২টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মানুষের সুবিধার্থে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
এমইউ/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব