যশোর পৌর নির্বাচন এবার স্থগিত করল ইসি
উচ্চ আদালতের আদেশের আলোকে যশোর পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যশোর পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং যশোর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে এ নির্দেশ দেয় ইসি।
প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও এর অনুলিপি প্রদান করা হয়েছে।
ইসির আদেশে বলা হয়েছে, ‘হাইকোর্টের আদেশের আলোকে যশোর জেলার যশোর পৌরসভা সাধারণ নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
এর আগে ৯ ফেব্রুয়ারি যশোর পৌর নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।
পিডি/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ডেভিল হান্ট ফেইজ-২: পাঁচ থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৫৯
- ২ পরিবেশ সুরক্ষায় নতুন সরকারকে ৭ বিষয়ে কাজ করার সুপারিশ রিজওয়ানার
- ৩ খিলগাঁওয়ে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
- ৪ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চিড়িয়াখানার কর্মকর্তাদের শ্রদ্ধা
- ৫ নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের দিলীপ, চাঁদাবাজির কারণেই হত্যা