রাজধানীতে হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে ‘মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর’র অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট’র ব্যানারে এ মানববন্ধন হয়।
এতে উপস্থিত বক্তারা বলেন, দেশে একশ্রেণির উগ্রপন্থী মানুষ হিন্দু ও প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প দিন দিন প্রকট হয়ে উঠছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাদের অভিযোগ, সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
বক্তারা এ সময় প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির বিধান করার দাবি জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জোটের নেতারা ঢাকার নবাবগঞ্জ, যশোরের সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী, দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা-ভাঙচুরের অভিযোগও তোলেন।
হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বলের সভাপতিত্বে কর্মসূচিতে হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এওয়াইএইচ/এমএইচআর/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে রিকশাচালককে মদ খাইয়ে গলা কেটে হত্যা, গ্রেফতার ১
- ২ ‘ইনভয়েসিং-ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে না পারা সমন্বিত ব্যর্থতা’
- ৩ দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র
- ৪ বিকেলে ড. ইউনূসের সঙ্গে যমুনায় বসছেন ১৪টি রাজনৈতিক দলের নেতারা
- ৫ জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন-সংগ্রামের একটি মাইলফলক: শেখ বশিরউদ্দীন