স্বাধীনতা পুরস্কার দেয়া হবে ১১ এপ্রিল

আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ জাগো নিউজকে এ কথা জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।’
২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।
বিজ্ঞাপন
আরএমএম/জেডএইচ/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো: আইন উপদেষ্টা
- ২ উৎসুক জনতার সঙ্গে সেনা সদস্যদের ভুল বোঝাবুঝি, তদন্ত শুরু
- ৩ এখনো কোনো মরদেহ আসেনি উত্তরা- ১২ সিটি করপোরেশন কবরস্থানে
- ৪ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫ তিন শিশু খেলতো একসঙ্গে, এখন কবরে শুয়ে আছে পাশাপাশি