করোনায় দুদক পরিচালক জালালের চলে যাওয়ার এক বছর
করোনায় আক্রান্ত হয়ে দুনীতি দমন কমিশনের সাবেক পরিচালক জালাল সাইফুর রহমানের প্রয়াণের এক বছর হলো আজ। গেল বছরের এই দিনে (৬ এপ্রিল, ২০২০) না ফেরার দেশে চলে যান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জালাল বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের সদস্য। একজন দক্ষ, সৎ, বিনয়ী, মিতভাষী এবং খুবই পরিশ্রমী কর্মকর্তা ছিলেন তিনি।
নিজের জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ব্রত ছিলেন জনগণের কল্যাণে। দুনীতি দমন কমিশনে সাবেক এই পরিচালক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রয়াসে ছিলেন নির্ভীক।
জানা গেছে, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপে আক্রান্ত জালাল (৪৯) স্ত্রী, সন্তান-সহ ঢাকায় থাকতেন। গেল বছরের প্রথম দিকে ধরে বসে মরণঘাতি করোনা। ধারণা করা হয়, কর্মস্থল দুদুক অফিস থেকেই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তিনি।
প্রথম দিকে জ্বর ঠাণ্ডা নিয়ে তেমন উদ্বিগ্ন ছিলেন না। করোনা পজিটিভ হওয়ায় ভর্তি হয়েছিলেন কুয়েত মৈত্রী হাসপাতালে। অবস্থা খারাপ হলে ভেন্টিলেশনেও রাখা হয়।
মৃত্যুর আগের দিন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু পরের দিন ভোরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। মারা যান ৬ এপ্রিল ২০২০।
এসইউজে/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব