দ্বিতীয় ডোজ টিকা নিয়ে আরও সচেতন হতে বললেন শিল্প প্রতিমন্ত্রী
সকালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে তিনি কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এরপর তিনি বাংলাদেশের মানুষের জন্য দ্রুততার সঙ্গে কোভিড-১৯ টিকা ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে দেশবাসীকে আরও সচেতনতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভয়াবহ করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
এনএইচ/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব