ফটিকছড়িতে আগুনে পুড়ল ১২ দোকান
চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তিনটিতে থাকা সড়ক ও জনপথ বিভাগের বেশ কিছু মালামালও পুড়ে যায়।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ারুল আলম।
তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাত ২টা ৪৫ মিনিটের দিকে নারায়ণহাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। রাত ৩টার দিকে সেখানে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’
মিজানুর রহমান/এএএইচ/এএসএম