অগামীকাল ভয়াল ১২ নভেম্বর
অগামীকাল ১২ নভেম্বর বুধবার, দুর্যোগ প্রবন বংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। ১৯৭০ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণীঝড় ও জলোচ্ছাসে উপকুলীয় অঞ্চল ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্রগ্রামে প্রায় ১০ লাখ নারী-পুরুয় ও শিশু নিহত হয়। মারা যায় লাখ লাখ গবাদী পশু। ধ্বসংস হয় হাজার হাজার ঘর-বাড়ি ও গাছপালা। সম্পদের ক্ষতি হয় প্রচুর যা ছিলো পরিসংখ্যানের বাইরে।
ভয়াল ওই ঘূর্ণিঝড়ে ভোলার গাছে-গাছে মানুষের লাশ ঝুলতে দেখা যায়। এই ছবিকে লীড করে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় শিরোনাম ছিলো ‘ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ কাঁদো বাঙ্গালী কাঁদো`।
এই সংবাদ প্রকাশিত হলে সারাবিশ্বে আলোড়ন পড়ে যায়। ভোলায় ছুটে আসেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আসেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। ছুটে আসে বিদেশের অনেক সাহায্য সংস্থা।
সেদিনের ভয়াল ঘূর্ণীঝড় ও জলোচ্ছাসের স্মৃতিকে স্মরণ করে এখনো ভয়ে শিউরে উঠে ওই ঝড়ে বেঁচে যাওয়া অনেক প্রবীণের আত্মা।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে