চীনের প্রতিরক্ষামন্ত্রী আসছেন মঙ্গলবার
চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন। সফরে এসে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো এটি নিশ্চিত করেছে।
চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।
নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে।
এমএইচআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ছিলেন হাদি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ২ অপরাধীদের শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার: ফারুকী
- ৩ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবিতে
- ৪ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
- ৫ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র্যাব-সেনা