ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পোস্তগোলায় জব্দ ৬২০০ কেজি জাটকা এতিমখানায় বিলি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০২১

রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ মণ (৬২০০ কেজি) জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জাটকাগুলো এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে বিশেষ পাগলা স্টেশন কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করে। বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে পোস্তগোলা ব্রিজের কাছাকাছি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি পিকআপে প্রায় ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকাসহ সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। জব্দ জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

এমইউ/এএএইচ/এমএস