স্বাস্থ্যবিধি না মানায় রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ
স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার আজমপুরে রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মে) বিকেলে উত্তরা এলাকার মার্কেট এবং শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা দেখতে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
কিন্তু রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স পরিচালনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত না করায় হতাশা প্রকাশ করেন তিনি। এ সময় মার্কেটটি বন্ধ করে দিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন মেয়র। তাৎক্ষণিক মার্কেট বন্ধ করে দেন ম্যাজিস্ট্রেট।
সাংবাদিকদের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই আমরা আপাতত মার্কেট বন্ধ করে দিচ্ছি। এখন মার্কেট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমাদের কাছে লিখিত আবেদন করলে তা খুলে দিব। এর আগ পর্যন্ত না।’
এমএমএ/জেডএইচ/এমকেএইচ