রঙ বদলে বিক্রি হচ্ছে মুরগির ছানা
হঠাৎ দেখলে মনে হবে, যেন নানান জাতের পাখির বাচ্চা। লাল, নীল, সবুজ, কোনোটা আবার হলুদ বর্ণের। রঙের ভিন্নতা থাকলেও সবগুলোর গলার আওয়াজ অভিন্ন। ভালো করে খেয়াল করলে বোঝা যায়, এগুলো পাখি না, মুরগির ছানা।
রাজধানীর বিভিন্ন স্থানে আকর্ষণীয় বর্ণিল মুরগির ছানা বিক্রি হচ্ছে। ঈদকে সামনে রেখে এক শ্রেণির ব্যবসায়ী ক্রেতাদের আকৃষ্ট করতে, বিশেষ করে শিশুদের নজরে আনতে মুরগির ছানাকে বিভিন্ন রঙ করে দোকানে দোকানে সরবরাহ করছে।

সোমবার (১০ মে) রামপুরা বউবাজার এলাকার ‘কিচির মিচির পাখিঘর’ নামক একটি দোকানের বিক্রেতা তুহিন মিয়া জানান, আগে থেকে অন্যান্য পাখির সঙ্গে মুরগির ছানা বিক্রি করতেন তিনি। ঈদ উপলক্ষে এক ব্যবসায়ী মুরগির ছানাগুলো কারখানা থেকে রঙ করিয়ে তাদের কাছে সরবরাহ করেছেন।
তিনি আরও জানান, আগে মুরগির ছানা ৩০ টাকা জোড়া বিক্রি করতেন। কিন্তু রঙিন মুরগির ছানার জোড়া ৫০ টাকায় বিক্রি করছেন তারা। রঙিন মুরগির ছানাগুলোর বিক্রিও বেশ ভালো বলে জানান এই ব্যবসায়ী।

জসিম নামের একজন ক্রেতা জানান, সাত ও পাঁচ বছর বয়সী দুই ছেলেমেয়ের জন্য এগুলো কিনে নিয়ে যাচ্ছেন তিনি। এর আগে কয়েকবার ‘নরমাল’ মুরগির ছানা কিনে নিয়ে গেছেন। বেশিরভাগ মুরগির ছানা মারা যায়। ঈদ উপলক্ষে দুটি রঙিন মুরগির ছানা কিনে নিয়ে যাচ্ছেন। এগুলো দেখে শিশুরা খুব খুশি হবে।
এমইউ/এমএসএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
- ২ লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
- ৩ ‘লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান
- ৪ ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ২ মামলা
- ৫ ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার