সূত্রাপুরে ১১০০ পরিবারকে ভোগ্যপণ্য দিলেন কাউন্সিলর ইমন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার ১০০ পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন।
মঙ্গলবার (১১ মে) দুপুরে পুরান ঢাকার সূত্রাপুর কমিউনিটি সেন্টারে এসব ভোগ্যপণ্য বিতরণ করা হয়। এই ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মরহুম কাউন্সিলর মো. নিজাম উদ্দিন নিজাম ফাউন্ডেশন। মিজানুর রহমান ইমন নিজাম উদ্দিনের ছেলে।
ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ। গত বছর এবং এবারও করোনা মহামারিতে অর্থ-সহায়তা দিয়ে মানুষকে সহযোগিতা করা হচ্ছে। এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মিজানুর রহমান ইমনসহ ডিএসসিসির কাউন্সিলর অনেকে নিজ উদ্যোগ মানুষকে সহযোগিতা করছেন। এভাবে সবাইকে দরিদ্রের পাশে এগিয়ে আসা দরকার। ডিএসসিসি তার সাধ্যমত সহযোগিতা করছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, মরহুম কাউন্সিলর মো. নিজাম উদ্দিন সব সময় জনগণের সেবায় নিয়জিত ছিলেন। এখন তিনি নেই। তবে তার ছেলে বাবার সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এটা প্রশংসার দাবিদার।
কাউন্সিলর মিজানুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী লীগের সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য খন্দকার তানজির মান্নান, ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কাইয়ুম হোসেন, মো. জামিল আকতার, ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এম মুমিন প্রমুখ বক্তব্য দেন।
পরে সবার মাঝে ভোগ্যপণ্য বিতরণ করেন তারা। ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে- পোলাও চাল, তেল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, আলু, পেঁয়াজ, মুরগি।
এমএমএ/এআরএ