গেণ্ডারিয়ায় পাঁচতলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর গেণ্ডারিয়ার দ্বীননাথ সেন রোডের একটি ছয়তলা ভবনের পাঁচতলার বারান্দা থেকে পড়ে শেখ শাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মনির হোসেন জানান, বিকেলে সিঁড়িতে খেলতে খেলতে পাঁচতলার বাসায় যায় শিশু শাখাওয়াত। সেখানে বারান্দায় খেলতে খেলতে নিচে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শাখাওয়াতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে গেণ্ডারিয়ার দ্বীননাথ সেন রোডের একটি বাসায় পরিবারের সাথে থাকত সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর টিকে থাকা কঠিন
- ২ এমপি প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন
- ৩ ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন
- ৪ অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে সচেতনামূলক কর্মসূচি জানুয়ারিতে
- ৫ ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে আসছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’