রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ খুন
ফাইল ছবি
রাজধানীর শনির আখড়া এলাকার আর এস শপিং কমপ্লেক্সের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরাফাত ইয়াসিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ফের তাকে নেয়া হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে। শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সোহেল বলেন, ‘আমার ভাই একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্সের সামনে প্রিন্স, তানজিল, ডিব্বা শুভসহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে ঢাকা মেডিকেল থেকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। ওদের সঙ্গে কোনো শত্রুতা ছিল কি-না জানা নেই।’
নিহতের ভাই বলেন, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। বাবার নাম আব্দুল আলীম। কদমতলীর পাটেরবাগ আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় থাকতেন তারা।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কদমতলী থেকে রাতে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়েছিল। এখান থেকে আবার অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আবার সকালে তাকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।
এসএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সহযোগিতার নিশ্চয়তা
- ২ হাদিকে গুলির রক্তাক্ত ঘটনাস্থল ঘেরা ক্রাইমসিন টেপ দিয়ে
- ৩ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তিনি বেঁচে আছেন: ডা. জাহিদ রায়হান
- ৪ হাদির ওপর হামলা: জড়িতদের বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ
- ৫ কর্মবিরতি প্রত্যাহার, ৫ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু