করোনায় চট্টগ্রাম বিএমএর সাবেক সভাপতির মৃত্যু
ডা. গোলাম মর্তুজা হারুন। ফাইল ছবি
করোনা আক্রান্ত হয়ে ডা. গোলাম মর্তুজা হারুন (৬৯) নামে চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. গোলাম মর্তুজা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ও নগরের একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
শনিবার (২৯ মে) ভোররাতে বন্দর নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
তিনি বলেন, ডা. গোলাম মর্তুজার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখা গভীরভাবে শোকাহত। আজ (শনিবার) বাদ আসর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মিজানুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব