বিজয় দিবসে স্কুল-কলেজে টি-২০ ক্রিকেট
বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশের সকল স্কুল-কলেজে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন খোলধুলা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপনের নির্দেশ দেয়া হয়েছে।রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
মাউশির সহকারি পরিচালক (সা. প্র.) মো. শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল দফতর এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে হবে। জেলা ও উপজেলা সদরের স্কুল-কলেজে শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ (যেখানে সম্ভব), ফুটবল, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করতে হবে।
এনএম/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব
- ২ গার্মেন্টস ঝুট ও কালো ধোঁয়ায় নির্বাপণে দেরি হচ্ছে: ফায়ার সার্ভিস
- ৩ ডিএমপি কমিশনারের নামে ভুয়া ফটোকার্ড: দায়ীদের আইনের আওতায় আনা হবে
- ৪ রাখাইনে হাসপাতালে বোমাবর্ষণের তীব্র নিন্দা বাংলাদেশের
- ৫ তদন্তে বিশেষ অগ্রগতি, সন্দেহভাজন ফয়সালের বাসাসহ ৫ স্থান শনাক্ত