ন্যায্য পাওনার দাবিতে পোশাক শ্রমিকদের স্মারকলিপি প্রদান
হা-মীম স্পোর্টাস ওয়্যার খুলে দেওয়া এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। পুলিশি বাধা উপেক্ষা করে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়।
এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয় বলে দাবি করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন। পরে শাফিয়া পারভীনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে