পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা নিলেন ২৪০ জন
রাজধানীর তিনটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ২৪০ জন। তাদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১০২ জন নারী।
সোমবার (২১ জুন) থেকে পরীক্ষামূলকভাবে ফাইজার-বায়োএনটেকের টিকাদান শুরু হয়।
টিকাগ্রহীতার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন ৮৪ জন (পুরুষ ৪৫ জন ও নারী ৩৯ জন), কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন ৭৮ জন (পুরুষ ৪৯ জন ও নারী ২৯ জন) এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন ৭৮ জন (পুরুষ ৪৪ জন ও নারী ৩৪ জন)।
যারা টিকা নিয়েছেন তাদের এক সপ্তাহ থেকে ১০দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর যদি তাদের বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয় তাহলে মজুত করা এক লাখ ৩৮০ ডোজ টিকা সারাদেশে প্রয়োগ শুরু হবে।
এমইউ/এআরএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার