ভারতীয় নতুন মাদক ‘ইস্কাফ’সহ গ্রেফতার ৪
প্রতীকী ছবি
রাজধানীতে ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফ জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
শুক্রবার (২৫ জুন) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘রাজধানীতে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে আগামীকাল শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
টিটি/এমআরআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার