নারী পোশাক শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ
রাজধানীর কমলাপুরে গতকাল (সোমবার) বলাকা পরিবহন নামে একটি বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কমলাপুরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় কমলাপুর ৬ নং বাস কাউন্টার ও আরামবাগ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। নারী শ্রমিক হত্যার বিচার ও ড্রাইভারের শাস্তি দাবি করেন বিক্ষোভরত শ্রমিকরা।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জাগো নিউজকে জানান, সকাল থেকে ঘটনাস্থলে ছিল পুলিশ। এছাড়া বিজিএমইএ-এর ক্রাইসিস টিমও ছিল। বেলা সোয়া ১২ টায় দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন পোশাক শ্রমিকরা।
এর আগে সোমবার রাতে সায়েদাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো দুই শ্রমিক।
এআর/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার