কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে পেকুয়া বাজারের রুহুল আমিনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. শামীম (১৪), রুহুল আমিন (৪০) নুরুল আলম (১৫), তানিম (১২), তৌহিদ (১৪) ও তারেক (১৩)।
তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করে দেয়া হয়।’
মিজানুর রহমান/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে: ইসি
- ২ ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, তিনজনের কারাদণ্ড
- ৩ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা যুক্তরাষ্ট্রের
- ৪ বারবার বিলম্ব হওয়া প্রকল্প দ্রুত সমাধানের তাগিদ ত্রাণ উপদেষ্টার
- ৫ ডাকসুর কনসার্টে সিগারেট বিপণনে তামাক কোম্পানির শাস্তি দাবি