১৪ ডিসেম্বরের আগে মেয়রদের প্রচারণা নয়
নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৪ ডিসেম্বর আগে কোনো মেয়র প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ১৪ ডিসেম্বরের আগে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হবেন। কেননা ১৪ তারিখেই প্রতীক বরাদ্দ দেয়া হবে। তাই নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বরের আগে কাউকে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা না চালাতে সিদ্ধান্ত দিয়েছে।
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
এইচএস/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ এফএএস ফাইন্যান্সের প্রায় ৫৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ২ মামলা
- ২ ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
- ৩ মানবাধিকার কমিশনের চেয়ারপারসন-কমিশনার নিয়োগে বাছাই কমিটি
- ৪ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুলের বিরুদ্ধে দুই মামলা
- ৫ কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৬ কোটি টাকা লোপাট, ৭ মামলা