নিরাপদ কর্মপরিবেশ : কমিটিতে শ্রমিক প্রতিনিধি না রাখার নিন্দা
নারায়ণগঞ্জে সজীব গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনার পর দুর্ঘটনা প্রতিরোধে ২৪ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে শ্রমিক প্রতিনিধি না রাখায় নিন্দা জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
রোববার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে শ্রমিক নেতারা সরকারের এ ঘোষণার সমালোচনা করেন।
নেতারা বলেন, ‘সরকার গত ১৫ জুলাই কলকারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ২৪ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে একজন ব্যবসায়ী নেতাকে।’
কমিটিতে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের রাখা হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, ‘ব্যবসায়ীদের অব্যবস্থাপনার কারণে কর্মক্ষেত্রে বলি হতে হয় শ্রমিকদের। অথচ কোনো শ্রমিক প্রতিনিধিকে এ কমিটিতে রাখা হয়নি। এই কমিটি মালিক এবং স্বার্থান্বেষী সরকারি কর্মকর্তাদের স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের জন্য কর্মপরিবেশ আদৌ কতটুকু নিরাপদ করতে পারবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা যায়।’
শিল্প মালিকদের পাশে দাঁড়ানোর সরকারি নীতির নিন্দা জানিয়ে তারা বলেন, ‘৫২ জন শ্রমিকের হত্যাকাণ্ডের জন্য দায়ী যে মালিক কর্তৃপক্ষ তাদের দুজন ইতোমধ্যে জামিন পেয়েছেন।’ তারা কীভাবে জামিন পেলেন সে প্রশ্ন রেখে নেতারা বলেন, ‘দায়ী সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করতে কোনো নিরপেক্ষ তদন্ত কমিটি গঠিত হয়নি।’
দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা যায়নি, নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য মালিককে উল্লেখযোগ্য ব্যয় বহন করতে হয়নি বলেই তাজরিন, রানা প্লাজার মতো ঘটনার পরও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ করেন বক্তারা।
এ সময় কারখানায় কাঠামোগত হত্যার শিকার শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, হত্যাকাণ্ডের জন্য দায়ী কারখানা মালিক ও সরকারি কর্মকর্তাদের শাস্তি এবং শ্রম আইনের শাস্তি এবং ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ধারাসমূহের সংশোধন নিশ্চিত করার দাবি জানান নেতারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।
এসএম/এমআরআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আইএমইআই পরিবর্তনের পর চোরাই মোবাইল যায় অপরাধীদের হাতে: ডিবি
- ২ ট্রেনে যাত্রী হয়রানি রোধে তৃতীয় লিঙ্গের প্রবেশে কড়াকড়ি হচ্ছে
- ৩ শাহজালাল বিমানবন্দরকে নীরব এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে
- ৪ কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি
- ৫ বয়স্ক-বিধবা-অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতা বাড়ছে ৫০ টাকা