করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যের পরিবারকে অনুদান
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের কনস্টবল মো. ফরিদ উদ্দিনের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সোমবার (১৯ জুলাই) ডিএমপি কমিশনারের পক্ষে এই অনুদান নিহত পুলিশ সদস্যের স্ত্রী মোছা. ফাতেমা বেগমের হাতে তুলে দেন বগুড়া জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।
এর আগে করোনাভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৯ পুলিশ সদস্যের পরিবারকে ১০ হাজার টাকা করে ও একজন আনসার সদস্যের পরিবারকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট চার লাখ ৯৫ হাজার টাকা উপহার দেয়া হয়।
টিটি/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কলকাতা উপ-হাইকমিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ
- ২ জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ
- ৩ বাংলাদেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই গণভোট
- ৪ অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যু
- ৫ কম খরচে ইথিওপিয়ান এয়ারলাইন্সে যেতে পারবেন বাংলাদেশের সেনাসদস্যরা