২৩তম অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ
ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ মাত্র তিন বছরে বিশ্ব অর্থনৈতিক অগ্রগতির সূচকে ১৪ ধাপ এগিয়ে ৪৪তম অবস্থান অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
তিনি বলেন, আমাদের এ অর্জনের পেছনে রয়েছে সরকার সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। জ্ঞান ভিত্তিক জাতি প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের এ অগ্রগতিকে আরও বেগবান করতে কারিগরি শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে পারে।
শুক্রবার গাজীপুরে ‘ঢাকা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর এ টেকসই উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর রিসেন্ট ইনোভেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সিভিল ইঞ্জিনিয়াররা, দেশের অবকাঠামো বিনির্মাণ, শিল্পায়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভিশন-২০২১ গ্রহণ ও বাস্তবায়ন করছে। উন্নয়নের এ ভিশন বাস্তবায়নে আমাদের প্রকৌশলী সমাজ অন্যতম চালিকা শক্তি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন এবং ডিন প্রফেসর ড. নুুরুল ইসলাম।
এসএ/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি