ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৫ আগস্ট ২০২১

জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ভোর সাড়ে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

jagonews24

এরপর ১৫ আগস্টে নিহতদের স্মরণে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে যান তিনি। সেখানে কিছুক্ষণ ঘুরে দেখেন।

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

jagonews24

এরপর সকাল ৭টার পর দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলোকে শ্রদ্ধা নিবদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এসইউজে/বিএ/জিকেএস