বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় তিন বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় নিয়মে গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু।
পরে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কার হয়।
এসইউজে/বিএ/এমকেএইচ