ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্বৃত্তদের হামলায় রাবি শিক্ষক নিহত

প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৫ নভেম্বর ২০১৪

দুর্বৃত্তদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম লিলনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে চারপর পর  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহীর বিনোদপুরে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।

বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে বেলা সাড়ে ৩টার দিকে নিজ মোটরসাইকেলযোগে বিহাসে নিজের বাসায় যাচ্ছিলেন ড. শফিকুল ইসলাম। বিহাস গেটে পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃৃত্তরা তার ওপর হামলা চালায়।
 
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মতিহার থানা সূত্র জানায়, ড. সফিকুল ইসলামের ওপর হামলাকারী কাউকে এখনো আটক করা যায়নি। আটকের তৎপরতা চলছে।