সেগুনবাগিচা থেকে নাভানা সিএনজির দুই কর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকা থেকে সিয়াম (১৯) ও রাকিব (২৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নাভানা সিএনজির কর্মচারী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার জাগো নিউজকে বলেন, নিহত দুজন নাভানা সিএনজি পাম্পে কাজ করতেন। গতকাল গভীর রাতে কাজ শেষে প্রাইভেটকারে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, মৃত দুই ব্যক্তি ওই প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করতেন। সোমবার রাতেও তারা কাজ করেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছে-তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।
এমএইচআর/জেআইএম