মধ্যরাতে রাস্তায় ফেলে কৃষককে মারধর করলো স্ত্রী-ছেলে
মধ্যরাতে রাস্তার পাশের ঝোপ থেকে এক কিশোর তার বাবাকে খুঁজে বের করে। এরপর স্ত্রী-ছেলে মিলে ওই ব্যক্তিকে মারধর করে। একপর্যায়ে তিনি উলঙ্গ হয়ে পড়েন। তবুও থামেনি স্ত্রী-ছেলের নির্যাতন।
এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী দুজনকে হেফাজতে নিয়েছে।
জানা গেছে, ঘটনাটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এলাকার। সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম আবু ভাণ্ডারি (৫৫)। তিনি পেশায় একজন কৃষক। পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রী এবং ছেলে মিলে তাকে নির্যাতন করেছে। বিষয়টি দৃষ্টিগোচর হলে স্থানীয় থানা পুলিশ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত নারী ও কিশোরকে থানা হেফাজতে নেয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু জাগো নিউজকে বলেন, ‘স্ত্রী ও কিশোর ছেলে মিলে এক ব্যক্তিকে নির্যাতনের ভিডিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পরে ওই নারী এবং কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। নির্যাতিত ব্যক্তি অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মিজানুর রহমান/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: একদিনে ঢাকায় গ্রেফতার ৩৯২
- ২ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
- ৩ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই
- ৪ ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না
- ৫ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান