ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদে উপানুষ্ঠানিক শিক্ষা বিল উপস্থাপন

প্রকাশিত: ১১:১৭ এএম, ১৬ নভেম্বর ২০১৪

দশম জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপানুষ্ঠানিক শিক্ষা বিল ২০১৪ এর ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করা হয়েছে। রোববার কমিটির সভাপতি মোতাহার হোসেন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

বিদ্যালয় বর্হিভূত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার বিকল্প সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বিলটি উত্থাপন করেন। বিলে উপানুষ্ঠানিক শিক্ষার শ্রেণীবিভাগ ও বয়সসীমা নির্ধারণ করে উপানুষ্ঠানিক প্রাথমিক ও বয়স্ক এবং জীবনব্যাপী শিক্ষা এ দুই ভাগে ভাগ করার বিধানের প্রস্তাব করা হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার বয়স ৮ থেকে ১৪ বছর এবং বয়স্ক শিক্ষার বয়সসীমা ১৫ ও তদূর্ধ্ব নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিলটিতে উপানুষ্ঠানিক শিক্ষার আওতা, পরিধি, শিক্ষার মান, শিক্ষার মাধ্যম, পাঠক্রম, সমতামানসহ সংশ্লিষ্ট বিষয় নির্ধারণ করে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

এর আগে রোববার বিকেল ৪টা ১১ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।