সাড়ে ৬ মাসে শনাক্তের হার সর্বনিম্ন
ফাইল ছবি
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। এ হার গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল গত ৯ মার্চ। সেদিন স্বাস্থ্য অধিদপ্তর শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশের কথা জানায়।
স্বাস্থ্য অধিদপ্তর গত ৮ মে দেশে করোনার ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানায়।
এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন আটজন। বাকিরা অন্যান্য বিভাগের। বরিশাল বিভাগে কোনো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২২ জন পুরুষ, ২১ জন নারী।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।
এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার