৪০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর মুগদা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মুগদার উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মাদক কারবারিরা উত্তর মান্ডা এলাকায় ইয়াবা কেনাবেচা করছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক পরিবহনে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
টিটি/এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো