ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিগগির ট্রেনের টিকিট সম্পূর্ণ অনলাইন করা হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০২১

ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধে সম্পূর্ণ টিকিট অনলাইনে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় জামালপুর রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়ন, এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ বিভাগে রেল যোগাযোগের উন্নয়ন ও বিভিন্ন স্টেশনের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার সকাল ৮টায় বিশেষ ট্রেনে সফর করছেন রেলমন্ত্রী। রাতে তিনি ঢাকা ফিরবেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ রয়েছে। এর মধ্যে অনেকেই টিকিট ছাড়া রেলে ওঠেন। ট্রেনের ছাদে যাতায়াতের চেষ্টা করেন। এসব অনিয়ম বন্ধ করতে রেলওয়ে বদ্ধপরিকর।

তিনি বলেন, ট্রেনে যাতে কেউ টিকিট ছাড়া যাতায়াত করতে না পারেন, সেজন্য সম্পূর্ণ টিকিট ব্যবস্থা অনলাইনভিত্তিক করা হবে। যাতে যাত্রীরা ঘরে বসেই মোবাইলে টিকিট কাটতে পারেন। তখন কালোবাজারি বা দালালদের দৌরাত্ম থাকবে না বলে জানান তিনি।

এমএমএ/এআরএ/এএসএম