ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সখীপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, সত্যতা পায়নি দুদক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৪ নভেম্বর ২০২১

টাঙ্গাইলের সখীপুরের বানিয়ারসিট বাজার থেকে দেবরাজ পর্যন্ত এক কিলোমিটার সড়কের কাঁচা সড়ক পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদাররি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

অভিযোগ অনুসন্ধানে বুধবার (৩ নভেম্বর) টাঙ্গাইলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

জানা গেছে, অভিযানে দুদক কর্মকর্তা জানাতে পারেন, প্রকল্পের কাজ চলাকালে ঠিকাদার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল। ফলে কিছুটা জনঅসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে ঠিকাদার সম্পূর্ণ কাজ শেষ করেছেন।

দুদক টিম সরেজমিনে সেই সড়ক পরিদর্শন করে এবং অভিযোগকারীসহ আশপাশে লোকজনের বক্তব্য নেন। এসময় রাস্তার বিভিন্ন অংশের পুরুত্ব পরীক্ষা করে মান সন্তোষজনক মনে হয়েছে।

পরে বিষয়টি নিয়ে দুদকের টিম উপজেলা প্রকৌশলীর সঙ্গে বিস্তারিত আলোচনা এবং প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেন। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদক এনফোর্সমেন্ট টিম জানায়।

এদিকে, অভিযান ছাড়াও এদিন দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে ছয়টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট চিঠি পাঠিয়েছে।

এসএম/এএএইচ/জেআইএম